Education info

পৃথিবীর কয়টি দেশ আছে এবং সেগুলোর নাম কি কি

পৃথিবীর কয়টি দেশ আছে বা পৃথিবীতে কয়টি দেশ আছে এবং এসব দেশের নাম কি এসব বিষয় নিয়েই আজকের এই ব্লগ। আজ আপনাদের সাথে পৃথিবীর মোট দেশের সংখ্যা কত এবং প্রতিটি দেশের নাম শেয়ার করবো।

আমাদের এই পৃথিবীতে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের থেকে অনেক বড় এবং ছোট অনেক দেশ রয়েছে। আরও রয়েছে অনেক দীপ এবং দীপপুঞ্জ। পৃথিবীতে মোট কতটি দেশ আছে তা অনেকেই জানেন না। মোট দেশের সংখ্যা নিয়ে অনেকের মনে রয়েছে বিভিন্ন ভুল ধারণা। , AICMS – Asia’s Top Learning Centre Management System

এছাড়াও, আমাদের মাঝে অনেকেই বিশ্বের বিভিন্ন দেশের নাম জানেন না। এই পোস্টটি সম্পূর্ণ পড়লে পৃথিবীর কয়টি দেশ আছে এবং এই দেশগুলোর নাম কি কি তা জানতে পারবেন। তো চলুন, পোস্টের মূল বিষয়ে ফিরে আসা যাক।

Planet earth with some clouds. Europe view.

পৃথিবীর কয়টি দেশ আছে

পৃথিবীর কয়টি দেশ আছে, এই প্রশ্নের উত্তর সরল মনে হলেও, বেশ জটিল। কারণ, ‘দেশ’ ধারণার স্পষ্ট সংজ্ঞা নেই এবং বিভিন্ন সংস্থা বিভিন্ন সংখ্যক দেশের তালিকা প্রকাশ করে। জাতিসংঘের সদস্যপদই দেশ হিসেবে স্বীকৃতির সর্বজনীন মানদণ্ড হিসেবে বিবেচিত। বর্তমানে জাতিসংঘে ১৯৩টি সদস্য রাষ্ট্র রয়েছে। এর বাইরে, জাতিসংঘ পর্যবেক্ষক হিসেবে হলি সিটি (ভ্যাটিকান সিটি) এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়।

তবে, জাতিসংঘের স্বীকৃতি ছাড়াও বেশ কিছু সত্তা রয়েছে যারা নিজেদের স্বাধীন দেশ বলে দাবি করে। এর মধ্যে উল্লেখযোগ্য হল তাইওয়ান, কসোভো, পশ্চিম সাহারা, এবং উত্তর সাইপ্রাস। এই দেশগুলোর স্বাধীনতা বিতর্কিত এবং সকল দেশ তাদের স্বীকৃতি দেয় না।

অন্যদিকে, জাতিসংঘের সদস্য কিছু দেশও বিভক্ত। উদাহরণস্বরূপ, চীন এবং তাইওয়ান, উত্তর ও দক্ষিণ কোরিয়া। সুতরাং, ‘পৃথিবীর কয়টি দেশ আছে‘ এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দেওয়া সম্ভব নয়। জাতিসংঘের তালিকা অনুযায়ী, বর্তমানে পৃথিবীতে ১৯৩টি দেশ রয়েছে। তবে, বিতর্কিত সত্তা এবং বিভক্ত দেশগুলোকে বিবেচনায় নিলে এই সংখ্যা 200-এর কাছাকাছি হতে পারে।

পৃথিবীতে কয়টি মহাদেশ আছে

পৃথিবীতে মোট ৭টি মহাদেশ আছে। এগুলো হচ্ছে, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং অ্যান্টার্কটিকা। নিচে এসব মহাদেশে যেসব দেশ রয়েছে তা জানতে পারবেন। 

  1. এশিয়া: এটি বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল মহাদেশ। এশিয়ায় চীন, ভারত, জাপান, ইন্দোনেশিয়া, ইরান, তুরস্ক, সৌদি আরব, ইসরায়েল, বাংলাদেশ,
    এবং আরও অনেক দেশ রয়েছে।
  2. আফ্রিকা: এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এবং জনসংখ্যার দিক থেকে দ্বিতীয়। আফ্রিকার কিছু উল্লেখযোগ্য দেশ হল মিশর, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, কঙ্গো, ইথিওপিয়া, এবং কেনিয়া।
  3. ইউরোপ: এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মহাদেশ। ইউরোপের কিছু উল্লেখযোগ্য দেশ হল যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, পর্তুগাল, রাশিয়া, এবং গ্রীস।
  4. উত্তর আমেরিকা: এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাদেশ। উত্তর আমেরিকার কিছু উল্লেখযোগ্য দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, এবং কিউবা।
  5. দক্ষিণ আমেরিকা: এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম মহাদেশ। দক্ষিণ আমেরিকার কিছু উল্লেখযোগ্য দেশ হল ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, চিলি, কলম্বিয়া, এবং ভেনিজুয়েলা।
  6. ওশেনিয়া: এটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনিয়া, এবং ফিজির মতো দ্বীপ দেশগুলির একটি ভৌগোলিক অঞ্চল।
  7. অ্যান্টার্কটিকা: এটি দক্ষিণ মেরুতে অবস্থিত একটি বরফাচ্ছন্ন মহাদেশ। এখানে কোন স্থায়ী মানব বসতি নেই।

পৃথিবীতে এই ৭টি মহাদেশ মিলে প্রায় ২০০ দেশ আছে। পৃথিবীতে কয়টি দেশ আছে এবং সেগুলোর নাম কি কি তা নিচে তালিকা আকারে উল্লেখ করে দেয়া রয়েছে। 

Planet earth with some clouds. Europe view.

পৃথিবীতে মোট কয়টি দেশ আছে ও কি কি

ক্রমিক নংদেশের নামমহাদেশ
১।বাংলাদেশএশিয়া
২।ভারতএশিয়া
৩।পাকিস্তানএশিয়া
৪।শ্রীলংকাএশিয়া
৫।নেপালএশিয়া
৬।ভুটানএশিয়া
৭।মালদ্বীপএশিয়া
৮।মায়ানমারএশিয়া
৯।আফগানিস্তানএশিয়া
১০।ইন্দোনেশিয়াএশিয়া
১১।মালেশিয়াএশিয়া
১২।সিঙ্গাপুরএশিয়া
১৩।থাইল্যান্ডএশিয়া
১৪।ভিয়েতনামএশিয়া
১৫।লাওসএশিয়া
১৬।কম্বোডিয়াএশিয়া
১৭।ব্রুনাইএশিয়া
১৮।পূর্ব তিমুরএশিয়া
১৯।ফিলিপাইনএশিয়া
২০।কাজাকিস্তানএশিয়া
২১।কিরগিজিস্তানএশিয়া
২২।তাজিকিস্তানএশিয়া
২৩।তুর্কমেনিস্তানএশিয়া
২৪।উজবেকিস্তানএশিয়া
২৫।আজারবাইজানএশিয়া
২৬।চীনএশিয়া
২৭।জাপানএশিয়া
২৮।উত্তর কোরিয়াএশিয়া
২৯।দক্ষিণ কোরিয়াএশিয়া
৩০।তাইওয়ানএশিয়া
৩১।মঙ্গোলিয়াএশিয়া
৩২।বাহরাইনএশিয়া
৩৩।ইরানএশিয়া
৩৪।ইরাকএশিয়া
৩৫।ইসরাইলএশিয়া
৩৬।জর্ডানএশিয়া
৩৭।কুয়েতএশিয়া
৩৮।লেবাননএশিয়া
৩৯।ওমানএশিয়া
৪০।কাতারএশিয়া
৪১।সৌদি আরবএশিয়া
৪২।সিরিয়াএশিয়া
৪৩।ইয়েমেনএশিয়া
৪৪।সংযুক্ত আরব আমিরাতএশিয়া
৪৫।তুরস্কএশিয়া
৪৬।ফিলিস্তিনএশিয়া
৪৭।জার্মানিইউরোপ
৪৮।পোলান্ডইউরোপ
৪৯।হাঙ্গেরীইউরোপ
৫০।রুমানিয়াইউরোপ
৫১।বুলগেরিয়াইউরোপ
৫২।স্লোভাকিয়াইউরোপ
৫৩।ক্রোয়েশিয়াইউরোপ
৫৪।স্লোভেনিয়াইউরোপ
৫৫।চেক-প্রজাতন্ত্রইউরোপ
৫৬।আলবেনিয়াইউরোপ
৫৭।বসনিয়া হার্জেগোভিনাইউরোপ
৫৮।মন্টিনিগ্রোইউরোপ
৫৯।সার্বিয়াইউরোপ
৬০।মেসিডোনিয়াইউরোপ
৬১।কসোভো  ইউরোপ
৬২।ফ্রান্সইউরোপ
৬৩।নরওয়েইউরোপ
৬৪।সুইডেনইউরোপ
৬৫।ডেনমার্কইউরোপ
৬৬।ইংল্যান্ডইউরোপ
৬৭।রাশিয়াইউরোপ
৬৮।অস্ট্রিয়াইউরোপ
৬৯।বেলজিয়ামইউরোপ
৭০।এনডোরাইউরোপ
৭১।গ্রিসইউরোপ
৭২।ফিনল্যান্ডইউরোপ
৭৩।সাইপ্রাসইউরোপ
৭৪।আইসল্যান্ডইউরোপ
৭৫।আয়ার‌ল্যান্ডইউরোপ
৭৬।নেদারল্যান্ডইউরোপ
৭৭।মালটাইউরোপ
৭৮।লুক্সেমবার্গইউরোপ
৭৯।মোনাকোইউরোপ
৮০।পর্তুগালইউরোপ
৮১।সুইজারল্যান্ডইউরোপ
৮২।ভ্যাটিকাস সিটিইউরোপ
৮৩।ইতালিইউরোপ
৮৪।বেলারুশইউরোপ
৮৫।ইউক্রেনইউরোপ
৮৬।এস্তোনিয়াইউরোপ
৮৭।লাটভিয়াইউরোপ
৮৮।আর্মেনিয়াইউরোপ
৮৯।জর্জিয়াইউরোপ
৯০।লিথুনিয়াইউরোপ
৯১।মলদোভাইউরোপ
৯২।সানমেরিনোইউরোপ
৯৩।লিচেনস্টেইনইউরোপ
৯৪।স্পেনইউরোপ
৯৫।মিশরআফ্রিকা
৯৬।সুদানআফ্রিকা
৯৭।লিবিয়াআফ্রিকা
৯৮।তিউনিশিয়াআফ্রিকা
৯৯।আলজেরিয়াআফ্রিকা
১০০।দক্ষিণ সুদানআফ্রিকা
১০১।ইরিত্রিয়াআফ্রিকা
১০২।ইথিওপিয়াআফ্রিকা
১০৩।জিবুতিআফ্রিকা
১০৪।সোমালিয়াআফ্রিকা
১০৫।কেনিয়াআফ্রিকা
১০৬।তানজানিয়াআফ্রিকা
১০৭।মোজাম্বিকআফ্রিকা
১০৮।মালাগাছিআফ্রিকা
১০৯।সোয়াজিল্যান্ডআফ্রিকা
১১০।জিম্বাবুয়েআফ্রিকা
১১১।মালাবিআফ্রিকা
১১২।কমরোসআফ্রিকা
১২৩।মৌরিশাসআফ্রিকা
১১৪।সিসিলিআফ্রিকা
১১৫।মরক্কোআফ্রিকা
১১৬।মৌরিতানিয়াআফ্রিকা
১১৭।সেনেগালআফ্রিকা
১১৮।গিনিআফ্রিকা
১১৯।গিনি বিসাউআফ্রিকা
১২০।সিয়েরালিওনআফ্রিকা
১২১।লাইবেরিয়াআফ্রিকা
১২২।আইভোরিকোস্টআফ্রিকা
১২৩।মালিআফ্রিকা
১২৪।ঘানাআফ্রিকা
১২৫।বুরকিনা ফাসোআফ্রিকা
১২৬।বেনিনআফ্রিকা
১২৭।টোগোআফ্রিকা
১২৮।জাম্বিয়াআফ্রিকা
১২৯।কেপভার্দেআফ্রিকা
১৩০।নাইজেরিয়াআফ্রিকা
১৩১।নাইজারআফ্রিকা
১৩২।চাদআফ্রিকা
১৩৩।মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রআফ্রিকা
১৩৪।ক্যামেরুনআফ্রিকা
১৩৫।কঙ্গোআফ্রিকা
১৩৬।জায়ারেআফ্রিকা
১৩৭।ইকুটোরিয়াল গিনিআফ্রিকা
১৩৮।গাম্বিয়াআফ্রিকা
১৩৯।উগান্ডাআফ্রিকা
১৪০।রুয়ান্ডাআফ্রিকা
১৪১।বুরুন্ডিআফ্রিকা
১৪২।গ্যাবনআফ্রিকা
১৪৩।সাওটোমে এন্ড প্রিন্সিপিআফ্রিকা
১৪৪।এঙ্গোলাআফ্রিকা
১৪৫।নামিবিয়াআফ্রিকা
১৪৬।দক্ষিণ আফ্রিকাআফ্রিকা
১৪৭।বোতসোয়ানাআফ্রিকা
১৪৮।লেসোথোআফ্রিকা
১৪৯।কারাজোসআফ্রিকা
১৫০।পশ্চিম সাহারাআফ্রিকা
১৫১।যুক্তরাষ্ট্রউত্তর আমেরিকা
.১৫২।কানাডাউত্তর আমেরিকা
১৫৩।মেক্সিকোউত্তর আমেরিকা
১৫৪।এল সালভাদরউত্তর আমেরিকা
১৫৫।কোস্টারিকাউত্তর আমেরিকা
১৫৬।গুয়েতেমালাউত্তর আমেরিকা
১৫৭।নিকারাগুয়াউত্তর আমেরিকা
১৫৮।পানামাউত্তর আমেরিকা
১৫৯।হনডুরাসউত্তর আমেরিকা
১৬০।এন্টিগুয়া ও বারমুডাউত্তর আমেরিকা
১৬১।কিউবাউত্তর আমেরিকা
১৬২।গ্রানাডাউত্তর আমেরিকা
১৬৩।জ্যামাইকাউত্তর আমেরিকা
১৬৪।ডোমিনিকাউত্তর আমেরিকা
১৬৫।ডোমিনিকান রিপাবলিকউত্তর আমেরিকা
১৬৬।ত্রিনিদাদ ও টোবাগোউত্তর আমেরিকা
১৬৭।বারবাডোজউত্তর আমেরিকা
১৬৮।বাহামা দ্বীপপুঞ্জউত্তর আমেরিকা
১৬৯।বেলিজউত্তর আমেরিকা
১৭০।সেন্টকিটসউত্তর আমেরিকা
১৭১।সেন্ট ভিনসেন্টউত্তর আমেরিকা
১৭২।সেন্ট লুসিয়াউত্তর আমেরিকা
১৭৩।হাইতিউত্তর আমেরিকা
১৭৪।অ্যাঙ্গুইলাউত্তর আমেরিকা
১৭৫।কেউম্যান  দ্বীপপুঞ্জউত্তর আমেরিকা
১৭৬।পোয়েটরিকোউত্তর আমেরিকা
১৭৭।বারমুডাউত্তর আমেরিকা
১৭৮।আর্জেন্টিনাদক্ষিণ আমেরিকা
১৭৯।ইকুয়েডরদক্ষিণ আমেরিকা
১৮০।উরুগুয়েদক্ষিণ আমেরিকা
১৮১।কলম্বিয়াদক্ষিণ আমেরিকা
১৮২।গায়ানাদক্ষিণ আমেরিকা
১৮৩।চিলিদক্ষিণ আমেরিকা
১৮৪।প্যারাগুয়েদক্ষিণ আমেরিকা
১৮৫।বলিভিয়াদক্ষিণ আমেরিকা
১৮৬।ব্রাজিলদক্ষিণ আমেরিকা
১৮৭।ভেনিজুয়েলাদক্ষিণ আমেরিকা
১৮৮।সুরিনামদক্ষিণ আমেরিকা
১৮৯।পেরুদক্ষিণ আমেরিকা
১৯০।ফ্রেঞ্চগায়ানাদক্ষিণ আমেরিকা
১৯১।অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া/ওশেনিয়া
১৯২।নিউজিল্যান্ডওশেনিয়া
১৯৩।ফিজিওশেনিয়া
১৯৪।টোঙ্গোওশেনিয়া
১৯৫।পাপুয়া নিউগিনিওশেনিয়া
১৯৬।পশ্চিম সামোয়াওশেনিয়া
১৯৭।নাউরু প্রজাতন্ত্রওশেনিয়া
১৯৮।মার্শাল দ্বীপপুঞ্জওশেনিয়া
১৯৯।টরুভ্যালুওশেনিয়া
২০০।মাইক্রোনেশিয়াওশেনিয়া
২০১।সলোমন দ্বীপপুঞ্জওশেনিয়া
২০২।পালাউওশেনিয়া
২০৩।ফ্রেঞ্চওশেনিয়া
২০৪।ভানুয়াতুওশেনিয়া
২০৫।কিরিবাতিওশেনিয়া
পৃথিবীর কয়টি দেশ আছে

 

আমাদের শেষ কথা

আজকের এই পোস্টে আপনাদের সাথে পৃথিবীর কয়টি দেশ আছে এবং পৃথিবীতে যেসব দেশ আছে সেগুলোর নামের তালিকা শেয়ার করেছি। এছাড়াও, প্রতিটি দেশ কোন মহাদেশে অবস্থিত ও পৃথিবীতে কয়টি মহাদেশ আছে সেসব নিয়েও আলোচনা করেছি। পোস্টটি সম্পূর্ণ পড়লে পৃথিবীর কয়টি দেশ আছে তা সম্পর্কে ধারণা পাবেন।

Tag:

পৃথিবীতে স্বাধীন দেশ কয়টি

পৃথিবীতে বাংলাদেশ সহ কয়টি দেশ আছে

পৃথিবীতে মোট কয়টি দেশ আছে ২০২৩

জাতিসংঘের মোট সদস্য দেশ কয়টি ২০২৩

পৃথিবীতে মোট কয়টি দেশ আছে 2024

পৃথিবীতে মোট কয়টি দেশ আছে ও কি কি

পৃথিবীতে মোট কয়টি মহাদেশ আছে

জাতিসংঘের মোট সদস্য দেশ কয়টি ২০২২

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button