বেষ্ট বাংলা শর্ট ক্যাপশন ২০২৪। Bangla Short Caption
বাংলালি ওয়েবসাইটের এই পোস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে আপনারা বিভিন্ন প্রকার বাংলা শর্ট ক্যাপশন, ফেসবুক বায়ো, ফেসবুক স্ট্যাটাস, ইত্যাদি পাবেন। SMART EDUCATION
ফেসবুকে অনেকেই তাদের প্রোফাইলের বায়োতে সুন্দর কিছু উক্তি রাখতে চান বা কিছু স্ট্যাটাস দিতে চান। এছাড়াও, অনেকেই ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস পোস্ট করতে চান। এজন্য, ফেসবুক শর্ট স্ট্যাটাস, ফেসবুক ক্যাপশন, ইসলামিক স্ট্যাটাস, ভালোবাসার বাংলা শর্ট ক্যাপশন , রোমান্টিক স্ট্যাটাস ইত্যাদি খুঁজে থাকেন।
এই পোস্টে সব ধরনের শর্ট স্ট্যাটাস, বাংলা শর্ট ক্যাপশন, ফেসবুক বায়ো পাবেন। যারা ফেসবুকে আকর্ষণীয় এবং শর্ট স্ট্যাটাস ও ক্যাপশন দিয়ে পোস্ট করতে চান এবং স্টোরি দিতে চান, তারা পোস্টটি শুরু থেকে শেষ অব্দি পড়ুন।
শুধু বেঁচে থাকতে না আমি মরে যাবার পরেও যদি কেউ আমার থেকে বেশী ভালো বাসে তোমায় পারমিশন দিয়ে গেলাম থুথু দিয়া আইসো আমার ঐ কবরে
আমার এক আকাশ পরিমান ভালোবাসাও যখন তোমার হৃদয় ছুতে পারিনি,তাহলে আমি আমি মেনে নিলাম আমি কখনো তোমাকে ভালো বাসতেই পারিনি..:)❤️
একটা দীর্ঘ শ্বাসসি তুমার জন্য যথেষ্ট তুমি ছিলে অনেক দামি তাই তো তেমাকে পাওয়ার কথা চিন্তা করা ছিলো আমার বড্ড বড় ভুল,,,,
একটা বাস্তব কথা কি জানো প্রথম দিনের মতো গুরুত্ব যদি সারাজীবন থাকতো। তাহলে কোনো সম্পর্ক আর বিচ্ছেদ হতো না
কার টাকা আছে কার পাওয়ার আছে – এইসব দেইখা আমরা কারো সাথে সম্পর্ক করি না – যার সাথে মন মিলে যায় তার সাথে স্বার্থ মিলাই না❤️
টানা_টানা_দুই_চোখ_!!_মায়াবী_ ওই_ মুখ”!! সেই_মুখে_ভরা_হাসি”!! তাইতো_তার_ মায়াতে_পড়ে_আজ_আমাই খেতে_হয়”!! তামাক_পাতার_বাঁশি।
যতক্ষণ আমি আছি আমর সবটা দিয়ে ভালোবেসে যাব কিন্তু যদি হুট করে তোমারও বাবা মায়ের কথা মনে হয় it’s okay বাবা মা ত আমারও আছে
একদিন আপনার দোয়াগুলো কবুল হয়ে যাবে, আর সেই দিনই ফিসফিস করে বলে উঠবেন,হে আমার রব” আপনাকে ডেকে আমি কখনোও ব্যর্থ হয়নি।-
একটা মেয়ে এত সুন্দর ভাবে টাইম পাস কী করে করতে পারে ।☺️ আমি মাঝে মাঝে নিজেই বুঝতে পারি না সে কি সত্যি আমাকে ভালবাসে ছিল
সিলেটি এক্সেন্টে খইরাম,জীবনে ভালা মানুষ না তুকাইয়া নিজে ভালা হইযাও,দেখবায় কোনো একজন ওর দোয়াত চাওয়া মানুষ টা তুমি হইগেছো
আমি ছিরে পেলেছি ডায়রির পাতা যেখানে লেখা ছিল হাজারো সপ্নের কথা শুধু ছিড়তে পারিনি আমার মনের কথা যেখানে জমা আছে অনেক ব্যথা
কারো জন্য নিজের আত্মসম্মান বিলিয়ে দিবেন না, মানুষ সময়ের ব্যবধানে তাকেও ভুলে যাই যাকে সে তার বিপদের সময় পেয়েছিলো…! ❤️
যার টাকা আছে তার পাওয়ার আছে – এইসব দেইখা আমরা কারো সাথে সম্পর্ক করি না – যাদের সাথে মন মিলে তাদের সাথে স্বার্থ মিলাই না
আমি তাকে কোরো সাথে ভাগাভাগি করতে পারবো না!আপনি এটা কে ভালোবাসা ভাবেন,হক ভাবেন,বা দখল ভাবেন,আমার কোনো কিছু যায় আসে না”
:কারো কাছে ঘৃণার কারণ হয়েছি,কারো কাছে হাসির কারণ হয়েছি।আমার ব্যর্থায় তাদের স্বপ্ন হবে পূরণ সত্যি আমি তারকা হয়ে গেছি
ভালো থাকুক শান্তিতে থাকুক সবাই সবার ভালোবাসার মানুষকে নিয়ে আমি না হয় আমার ভালোবাসার মানুষটাকে দূর থেকেই ভালোবেসে যাবো
ভালো লাগা আর মায়াই পড়া দুটার মধ্যে খুব পার্থক্য ভালো তো সবার প্রতি লাগতে পারে কিন্ত মায়া সে নির্দিষ্ট একজনের প্রতি
ভালোবাসা মিথ্যে ছিলো না, মিথ্যে ছিলো ভালোবাসার মানুষটা তার দেওয়া আগাতটা ভিতরে লাগছে বলেই আজো মন তাকে খুঁজে
তার রাগ করে রেখে যাওয়া একজোড়া হাত মুজা এখনও আমার কাছে থেকে গেছে সৃতি হিসাবে এটা কোন গল্প নয় আমার বাস্তব জীবনের কাহিনি
কখনো কখনো তোমাকে এক পলক দেখার তৃষ্ণা আমার এতো বেড়ে যায় যে, মন চায় শুধু তুমি যেই পথে হাঁটো সে পথের দুলাবালী হয়ে যাই..!
বেষ্ট স্টাইলিশ ফেইসবুক বাংলা শর্ট ক্যাপশন ২০২৪। Best Facebook Captain Bangla 2024
বাংলা শর্ট ক্যাপশন
যুগের সাথে তাল মিলিয়ে সিগারেট নাহ খাওয়া ছেলে আমি। সিগারেট খেয়ে স্মার্ট হওয়ার চেয়ে এরকম ক্ষ্যাত থাকাই ভালো আমার জন্য!
তোমার কোলে মাথা রেখে আমারে একটু ঘুমাইতে দিও, যদি চোখ খুলি তাহলে আপন কইরা নিও, আর যদি না খুলি তাহলে দাফন কইরা দিও,,,,
আজকাল তাকে দেখার ইচ্ছে যেন আমার নিঃশ্বাস চেপে দরে তবুও তাকে বলতে পারি না, তোমাকে দেখার ইচ্ছে আমার ঝড়ের মতো তিব্র। ☺️
অতৃপ্তি এই শহরে আজ কতো আয়োজন অর্ধেক তার মিথ্যা মায়া বাকি অর্ধেক তার প্রয়োজন কেউ কি রিলেশন করবে করলে ইনবক্সে আসো
ভাগ্য আমাদের এক না করলেও, ভবিষ্যতে তোমার সন্তানদের বলে দিও, তোদের বাবা ছাড়াও কেউ একজন তোদের মা কে ভীষণ ভালোবাসতো..!”
কতই না সুন্দর লাগে যখন privet ফোলটার থেকে প্রিয় মানুষের ছবিটা বের করে খুব যত্ন করে দেখি তখনেই প্রিয় মানুষ টা sms দেয়
সে এক সাথে দুই জনের সাথে কথা বলতো সেই কথা বলার পর আমার সাথে কথা বলাটাই বন্ধ করে দিলো নারী তুমি মায়াবী কিন্তু ছলনাময়ী
তুই শুধু মানুষের জন্য এতো পাগল! কেউ তোর জন্য এতো পাগল না..!দেরি হলেও আম্মুর সবগুলো কথা সত্যি হয়ে গেল আমার জীবনে ❤️”
হটাৎ করে মনে হলো জীবন থেকে কি যেন হারিয়ে গেছে। পেছনে তাকিয়ে আমার ভিতরের দেখি সেই চঞ্চল হাস্যজ্বল আমিটাই আর নেই।❤️
তোমাকে ক্ষমা করা যাবে না…! তোমাকে ক্ষমা করলে হয়তো আমার চোখ থেকে ঝরা প্রতিটা ফোটা পানির সাথে বেইমানি করা হবে….!
হে আল্লাহ আপনার কাছে একটা চাওয়া। প্রতি রমদানের মতো, এই রমদানটা মা বাবার সাথে কাটানোর নেক হায়াত দান করুন আল্লাহ আমিন
অপেক্ষা করতে রাজি আছি কিন্তু দিনশেষে আমি আপনাকে চাই ই চাই”
আবারো দেখা হবে। তবে সেই দিন আমি তোমাকে চিনেও না চিনার মত চলে যাবো আর তুমি তখন আমার সফলতা দেখে হিংসাই আকূল হয়ে থাকবা
সে আমার ex না তাকে আমি কখনো আমার ex ভাবিনাতাকে আমি আগেও ভালোবাসতাম এখনো বাসি আর সবসময় বেসেও যাবো সেটা হোক কল্পনাতে
শুনছি’তো নীলিমা আজ’সে…সুখে আছে লাখপতি স্বামী তার,হিরে আর গহনাতে আগাগোড়া মোড়া সে, বাড়ি গাড়ি সব কিছু দামি তার…
আমার প্রিয় মানুষের জন্য একটা লাইন বলে গেলাম। কোনো এক সকালে আমি সেই রাস্তায় আবার দারিয়েথাকবো। তোমাকে দেখার জন্য।
তার জন্য সব কিছু ছেড়ে দিয়ে ক্যারিয়ারের দিকে দৌড়ালাম কিন্তু সে যে অন্য কারু পিছনে দৌড়াবে এটা কখনো ভাবতে পারিনি”
সৌন্দর্য চোখের আকর্ষণ করে। কিন্তু ব্যক্তিত্ব হৃদয় কেড়ে নেয়।তাই আমি আমার ব্যক্তিত্ব উন্নত করতে চাই সুন্দর্য নয়
সত্যি বলতে এইটাই তুমি পরিবারের বড় হও বা ছোট তুমার কাছে টাকা আছে যত দিন পুরা পরিবারের মানুষ আছে তুমার পাসে ততো দিন
আমার তোমাকে ভুল বুঝার সামর্থ্য নেই। কারন আমি তোমাকে কী ভুল বুঝবো তোমাকে ভুল বুঝার আগে আমি নিজেকেই ভুল বুঝে ফেলি।
জীবনে সবকিছু চাওয়া যায় তবে সবকিছু পাওয়ার ভাগ্য সবার থাকে না এটার নামই হয়তো জীবন
Best Attitude Caption 2024
“কখনো কারোর জন্য নিজের বৈশিষ্ট্য গুলো বদলে ফেলো না,কারন যার জন্য বদলাবে সে তো চলে যাবে কিন্তু তুমি হারিয়ে যাবে!
আজকের চাঁদ হঠাৎ আমাকে একটা প্রশ্ন করে বললো, ,কোথায় তোমার সেই প্রিয় মানুষ,যাকে আমার সাথে তুলনা করতে…?
শরীরের ভিতরে ক্যান্সারের অসুখ নিয়া একটা মানুষ জীবনরে যতটুকু ভালোবাসে, তার চাইয়াও বেশি আমি আপনারে ভালোবাসি যাদু
“আমি তার মায়ায় পরছিলাম।। কি সে অন্য পুরুষের মায়া পরছে।।হয়তো আমার থেকে অন্য পুরুষের মায়া টা তার কাছে ভালো লাগছে
খোঁজ নেওয়ার দরকার নাই ভুল বশত মনে পড়লে ওইটা ভুল বলে চালিয়ে দিও আর অনুভূতি অনুভূতিদেরকে ও বলে দিও আমি মারা গেছি
সে চলে গেলো ত গেলোই, ফিরে আসলো না আর কখনো আর আমি গাধা এখনো তার অপেক্ষায়ভালো থাকুক কথা দেওয়া চিরচেনা মানুষ গুলো
সে যে আমাকে ভালবাসেনি তাও আমি এখনো তাকে আমি ফিরে আনতে চাই আল্লাহর কাছে এখনো বলি সে যেন এখনো আমার কাছে ফিরে আসে
যে সত্যিকার অর্থে ভালোবাসে ‘সে কখনো মন থেকে ছেরে থাকতে পারে না’ হাজার খারাপ পরিস্থিতি থাকলেও ফিরে আসতে হয়!❤️”
একদিন সূর্য অস্ত যাবে,ছিন্ন হবে সকল পিছুটান ✨একাকী হবে আজন্মের মত,একাকিত্ব আমার ভীষণ প্রিয়!,,ঠিক আপনার মত!,✨
আমাকে ভুলে যাওয়া সুজা নয়। যত তুমি ভুলে যাবে তত মনে পরে যাব মনে হয়।আমাকে ভুলে যাওয়া পুরো জীবন ও যথেষ্ট সমায় নয়
হতে পারে তোমার আশিকের অভাব নাই কিন্তু তোমাকে ভালবাসি বলেই তোমার কাছে নতো হয় নয়তো আমার ও লাইলার কমতি ছিল না,,
প্রিয় তুমি সবার হলে… but আমারই হলে না তোমার জন্য করা পাগলামি গুলো পাগলামি হয়ে গেল কিন্তু তুমি আমার হলে না
সময় কে সব সময় উপভোগ করতে শিখুন হোক না সেটা খারাপ। জীবনে খারাপ সময় না আসলে কি বুজা যায় নাকি সময়ের কত টা মূল্য
আভিমান আমারও হয়“আমার “ও মন খারাপ হয়“কিন্তু আমরা রাগ কেউ ভাঙ্গায় না “মন খারাপে কেউ পাশেও থাকে না “!❤️
আমি থাকে ছেড়ে যাওয়ার জন্য কখনো চেষ্টা করিনি..! তবে হাজারটা কারণ খুঁজেছি তার সাথে থাকার.. ভাগ্য হয়তো চায় নাই
– বয়স বাড়বে,হৃদয়ের বহুবার মৃত্যু হবে, হারানোর তালিকা দীর্ঘ হবে, যাদের সাথে থাকার কথা ছিল তারাও হারিয়ে যাবে!
যে ভালোবাসা ভালো থাকাটাই কেড়ে নেয় জীবন থেকে সেই ভালোবাসা না আসুক এই জীবনেশূন্যস্থান শূন্যই থাকুক সবসময়..!❤️
তাকে পাওয়ার এক আকাশ পরিমাণ ইচ্ছে আমার যদি ভাগ্যক্রমে তাকে পেয়ে যাই সেই হবে আমার জীবনের শ্রেষ্ট উপহার ☺️
ভিন্ন ভিন্ন রূপে মায়াবী তুমি,,,,তুমারি মায়ায় আসক্ত আমি,,,,এখনো যে তোমারি হয়ে আছি আমি সেটা জানো কি তুমি✨
বেষ্ট ইমোশনাল আবেগি কষ্টের স্ট্যাটাস ক্যাপশন ২০২৪
বাংলা শর্ট ক্যাপশন
বেইমান কখনো অনুতপ্ত হয় না! স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না! আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না! ❤️
শহর জুড়ে বৃষ্টি নামুক তুমি খুঁজে নিও ঠায় প্রতিটি বৃষ্টির ফোঁটায় লেখা থাকুক শেষ অব্দি শুধু তোমাকে চাই ….
মায়া জিনিস টা বড্ড খারাপ.. কারো মায়ায় একবার পরে গেলে তারে আর মরার আগ পর্যন্ত ভুলে যাওয়া যায় না …… ?
সে বলেছিলো আমাকে চেড়ে যাবে না কখনো , কিন্তু সে আজকে আমার লাইফে নেই। কিন্তু ঠিকেই অন্য কারো লাইফে থেকে গেলো
সবটুকু দিয়ে চাওয়ার পরও যদি তাকে না পাও, তাহলে কষ্ট নিও না!হয়তো মোনাজাতে তোমাকে অন্য কেউ অনেক বেশি চেয়েছে।
যতই ভাবি তাকে ভুলে জাব।। কিন্তু তার চখের দিকে তকিয়ে অসম্ভব যন্ত্রনা ভুলে জাই। তবে তাকে ভুলে জাইতে পারি না
ওরা প্রেমিকার হাত ধরে হেঁটে ও জড়াতে পারে না প্রাণ…. আমি দূর থেকে তার ছবি দেখে হৃদয়ে নেই প্রেমের ঘ্রান
নিজেকে নিজেই সামলাতে শেখো, যা দেখছো সবটাই মোহমায়া, বাকিটা প্রয়োজন আর স্বার্থ। আর মানুষ?? সে তো আবহাওয়া!
শেষবার যখন কথা হয়েছিলো’ তখন তুমি বলেছিলে আমাকে আর কষ্ট দেবে না’ অথচ এখন আমার সবচেয়ে বড় কষ্টের কারণ তুমি”!
-হসপিটালের কেবিন থেকে ভেসে আসা আর্তচিৎকারে যতটা মৃত্যুর ইচ্ছা মিশে থাকে, তোমাকে আমি ঠিক ততোটুকু’ই চাই ❤️
আমাকে কখনো ছেড়ে যেও না অনেক ভালোবাসি তোমায় প্রিয় তুমি কখনো কোনো কারনে আমায় ছেড়ে যাও। আমি শেষ হয়ে যাব ❤️❤️
অনেক ভালোবাসি প্রিয়, যতটা ভালবাসলে অন্য কাওকে নিয়ে ভাববো তু দূরের কথা তাকাতে ও ইচ্ছে হয় না………..
পদ্মজা উপন্যাসের কিছু কিছু কথা আমি ভুলতেই পারতেছি নাহ,,, তাই আলদা ভাবে আমি কোনো ক্যাপশন বলতে যাচ্ছি নাহ”
তোমার চলে যাওয়া অজুহাত ছিল নাকি পরিস্থিতি তা আমি জানি না শুধু জানি তুমি নেই,তুমি নেই,তুমি ছিলে না কখনো।
অনেক গুলো দিলাম দেখি রিপ্লে ভিডিও পাই কি না সবগুলো ক্যাপশন আমার কিবোর্ড এ পিন করা থাকে আমার ফেভারিট দেখে
মানুষের কাছে টাকা থাকলে সে সবার কাছে প্রিয়আর যখন তার কাছে টাকা থাকবে না সেই সবচেয়ে খারাপ☺️এটাই বাস্তবতা
কাঠ পেন্সিল দিয়ে খাতায় লেখা যায় আবার রাবার দিয়ে মুছে ফেলা যায় কিন্তু মনের বিতরে যা লেখছি তা কি করে মুছবো
এখন আমি ব্যস্তময় পৃথিবী ছেরে চলে যেতে মন চায় কেননা,,, যত দিন বেকার থাকবো ততদিন জীবিত লাশ হয়ে বেঁচে থাকবো
সে বলছিল সিগারেট ছেড়ে দাও। আমি বলছিলাম সিগারেট তো তোমাকে নিয়ে কোনো অভিযোগ করে নাই যে ওই মেয়ে কে ছেড়ে দাও
পেতেই হবে তার তো কোনো কথায় নাই অনেক কিছু দূর থেকেই সুন্দর, আমি না হয় তোমাকে দূর থেকে একতরফা ভালোবাসব!!!
বেষ্ট প্রোফাইল বায়ো ক্যাপশন ২০২৪
বাংলা শর্ট ক্যাপশন
একটা রাত যেমন শেষ রাতে সূর্যের কাছে হেরে যাই,,,ঠিক তেমনি একটা দিন সন্ধ্যার সূর্যাস্তের কাছে হেরে যাই,,,,তুৃমিও হারবে,হারাবে অপেক্ষা কর,,
– অতিরিক্ত মায়া মানেই অতিরিক্ত যন্ত্রনা..! ✌️-★-এই শহরে,-শুধু ‘ছেড়ে যাওয়ার গল্পই শুনেছি -★-
আমি নিস্টুর ,তুমি মায়াবতী আমি ধ্বংস ,তুমি সৃষ্টি ।।। আমি পাপ,তুমি পবিত্র । এত অমিলেও কেন হল মিলন । ।।।আমির হাওলাদার পদ্মজা উপন্যাস ❤️
… মানুষটার শেষ কথা ছিলো ভালো থেকো হাসি খুশি থেকো কিন্তু সে নিজেও জানে না তার সাথে সাথে আমার ভালো থাকা আর হাসি খুশি গুলো হারিয়ে গেছে
আজ নয়তো কাল সফলতা আমিও পাবো সেদিন এই ছোট ভাইটির পাশে যারা ছিল তাদেরকে সফলতার গল্প শোনাবো
হযরত আলী( রা:) বলেন যদি তুমি কোনো কারন ছাড়াই খুশি থাকো তাহলে ভেবে নিও কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য কেউ দোয়া করছে ☺️☺️☺️❤️❤️
পৃথিবীর সুন্দর সম্পর্ক গুলোর মধ্যে বন্ধুত্ব অন্যতম,, আর যারা স্বাথের জন্য বন্ধুত্ব করে তারা কখনো বন্ধু হওয়ার যগ্যতা রাখে না…!!❤️
যে মানুষ টার কারণে আমার আমি টাকে ধুলোর সঙ্গে মিলিয়ে দিয়ে নতুন আমি তে রুপ নিয়েছি ঔ মানুষ টাই আজ বলে তোমাকে আজ বড্ডই অচেনা লাগছে……
তুমি চলে যাওয়ার পর হয়েছিলাম ক্ষয় বাজারে লেগেছিল আগুন পড়েছিল হাত, সে যে লবণ জল আনতে তুমি চলে গেলে । কোনদিন ফিরে আসনি কোনদিন না,,
প্রেম দিবো ভালোবাসা দিবো মাথায় তেল দিয়ে দিবো মাঝে মধ্যে রান্না করে খাওয়াবো, কাজ থেকে আসার সময় চকলেট আইসক্রিম নিয়ে আসবো ছুটির দিন”
যদি আমি কোনকিছু অর্জন করার জন্য তোমাদের এই সমালোচনার ভীড়ে থাকতে হয়,তাহলে আমি এই সমালোচনার ভীড়ে থাকতে রাজি।☺️
কিছু মুহুর্ত একসাথে কাটালে, দুটো ভালো-ভালো কথার লেনদেন হলেই সেটা ভালোবাসা হয় তা নয়। ভালোবাসা সেটাই যা একে অন্যকে ছেড়ে থাকা যায়না।”
পান খাইতে যেমন লাগে সুপারী তেমনি আপনার মতন কিউট সুন্দরী আমার জি এফ হওয়া দরকারী রাজি থাকলে যোগাযোগ করা জরুরি তাই রিপেলে দেওয়া জরুরি
প্রথম ভালোবাসা important, but 2nd ভালোবাসা very very important প্রথম ভালোবাসা সব সময় সত্যি হয়,আর সেটা হয় সব সময় ভুল মানুষের সাথে
আপনি কেন বুঝেন না আপনাকে ছারা আমি ভালো নেই একটা মেসেজ বা কল দিলে কি এমন খোতি হত আমি এখন আপনার মেসেজের আসাই রইলাম
একটা মানুষ মনে মনে ভাবে যে, সে সবার কাছে কত গুরুত্বপূর্ণ একজন, কিন্তু আসলে সে কারো কাছেই গুরুত্বপূর্ণ নয়,,এটাই হচ্ছে বাস্তবতা ।
সব থকে বড় কষ্ট হয়ছে কারো জন্য অপেক্ষা করা, যেমন মেসেজ দিয়ে সেই মেসেজের রিপ্লাই আসবে কখম তার অপেক্ষা করা, অনেক কষ্ট দায়ক জিনিস টা
বন্ধুদের খারাপ সময়ে সব সময় তাদের সাথে শামিল হও কিন্তু তার আনন্দের সময় ততক্ষন শামিল হইওনা যতক্ষন না সে নিজে তোমাকে শামিল করে!”
যে নারী তোমার সাথে বাচ্চা স্বরুপ আচারণ করে,, ভেবো না যে সে বোকা,, নারী তার শখের পুরুষের সাথে বাচ্চাদের মতো আচারণ করতে ভালোবাসে,,
মানুষ যতটা ভালবাসা দেখায় ততটা ভালোবাসে না এক কথায় তারা সান্ত্বনা নয় যন্ত্রণা দিতে আসে তোমার কি মনে হয় তারা তোমায় ভালো৷ বাসে
সে বিয়ে দিন তারিখ ঠিক করতে আব্বু আম্মু আসতে বলছে তার বাসায় কিছু দিনপরে এক উকিল সাথে বিয়ে করছে ৮বছরের সম্পর্ক শেয় করে চলে গেছে??
ভালোবাসা সুন্দর যদি কোন সুন্দরী নারীর চক্রে না পড়ো নিজের থেকে কম দক্ষতা নিজের থেকে কম সুন্দর বেডির প্রেমপড়ে দেখো ভালোবাসা সুন্দর
আমাদের শেষ কথা
বন্ধুরা আজকের এই বাংলা শর্ট ক্যাপশন গুলি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এমন মজার মজার বাংলা শর্ট ক্যাপশন এবং ছোট বাংলা শর্ট ক্যাপশন গুলি দিয়ে আপনি ফেসবুক টাইমলাইনে স্ট্যাটাস দিতে পারেন। তাছাড়া আপনার প্রিয় বন্ধুদের কেউ শর্ট ক্যাপশন বাংলা পাঠাতে পারেন। পোস্টটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন তারাও বাংলা শর্ট ক্যাপশন পেয়ে উপকৃত হতে পারে।