Info

আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়ম ও নমুনা

আবেদন পত্র বা দরখাস্ত লিখতে চাচ্ছেন? কিন্তু, কিভাবে দরখাস্ত লিখতে হয় জানেন না? দরখাস্ত লেখার নিয়ম এবং নমুনা এই পোস্টে বিস্তারিত শেয়ার করা হয়েছে।

যেকোনো অফিসিয়াল কাজে কিংবা স্কুল/কলেজে বিভিন্ন সময় আবেদন পত্র বা দরখাস্ত লেখার প্রয়োজন পড়ে। কিন্তু, দরখাস্ত লেখার নিয়মাবলি জানা না থাকলে, অন্যের দ্বারস্থ হতে হয়। তাই, আপনি যদি আবেদন পত্র লেখার নিয়ম জেনে রাখেন, তাহলে নিজেই যেকোনো প্রয়োজনে আবেদন পত্র লিখতে পারবেন।

এই পোস্টে আবেদন পত্র লেখার নিয়ম, আবেদন পত্র লেখার নমুনা বিস্তারিত উল্লেখ করে দেয়া হয়েছে। ফলে, পোস্টটি শেষ অব্দি পড়লে এবং নমুনাগুলো দেখলে নিজেই আবেদন পত্র লিখতে পারবেন। তো চলুন, বিস্তারিত জেনে নেয়া যাক। দরখাস্ত লেখার নিয়ম

দরখাস্ত লেখার নিয়ম

আবেদন পত্র বা দরখাস্ত একই জিনিস। যেকোনো বিষয়ে আবেদন জানাতে যে পত্র লেখা হয়, সেটিকে আবেদন পত্র বা দরখাস্ত বলা হয়। দরখাস্ত এবং ব্যক্তিগত চিঠির মাঝে বেশ কিছু পার্থক্য রয়েছে। দরখাস্ত লেখা হয় অফিসিয়াল বিভিন্ন কাজের জন্য এবং স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের কাজের জন্য। এছাড়া, আরও অনেক ক্ষেত্রেই দরখাস্ত লেখার প্রয়োজন পড়ে।

তাই, দরখাস্ত লেখার নিয়ম জেনে রাখা আবশ্যক। দরখাস্ত লিখতে শুরুতেই বরাবর লিখতে হয়। এরপর, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান বরাবর দরখাস্ত লিখছেন, সেটির নাম উল্লেখ করতে হয়। অতঃপর, ঠিকানা উল্লেখ করতে হবে।

এসব কিছু লেখার পর আবেদন পত্র লেখার বিষয় লিখতে হবে। এক লাইনে বিষয় উল্লেখ করতে হবে যেন বিষয় পড়েই যে কেউ উক্ত আবেদনপত্রের উদ্দেশ্য বুঝতে পারে। অতঃপর, সম্মানসূচক শব্দ ব্যবহার করে আবেদনের মূল বিষয় লিখতে হবে। সবশেষে নিজের নাম এবং ঠিকানা বা অন্যান্য তথ্য উল্লেখ করতে হবে। এভাবে সহজেই একটি আবেদন পত্র লিখতে পারবেন। দরখাস্ত লেখার নিয়ম

দরখাস্ত লেখার নিয়ম
দরখাস্ত লেখার নিয়ম

অর্থাৎ, আবেদন পত্র লেখার জন্য আবেদন পত্রে বেশ কয়েকটি বিষয় উল্লেখ করতে হবে। এগুলো নিম্নরূপ —

  • আবেদনের তারিখ।
  • প্রাপক (যার কাছে আবেদন করছেন তার পদবী)।
  • আবেদনের বিষয়।
  • সম্ভাষণ (জনাব / স্যার / ম্যাডাম ইত্যাদি)।
  • আবেদনের বিষয়টি ছোট করে গঠনমূলক বর্ণনা।
  • আবেদনকারীর নাম, পদবি, ঠিকানা।

আবেদন পত্র লেখা শেষে সেটি একটি খামে ভরে জমা দিতে হবে। খামের উপরে যে ঠিকানায় আবেদন পত্র লিখছেন সেটি উল্লেখ করতে হবে। আবেদন পত্র লেখার কয়েকটি নমুনা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। দরখাস্ত লেখার নিয়ম

আবেদন পত্র লেখার নমুনা

আবেদন পত্র কিভাবে লিখতে হবে তা আরও সহজেই জানার জন্য বা বুঝার জন্য আমরা নমুনা অনুসরণ করতে পারি। নিম্নে বেশ কয়েক ধরনের আবেদন পত্রের নমুনা উল্লেখ করে দেয়া হয়েছে। এসব নমুনা দেখে চেষ্টা করলে নিজেই আবেদন পত্র লিখতে পারবেন। https://banglaly.com/

বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য আবেদন পত্র লেখার প্রয়োজন পড়ে, তাই এখানে বেশ কয়েক ধরনের কাজের উদ্দেশ্যে কিভাবে আবেদন পত্র লিখবেন সেটি উল্লেখ করে দেয়া হয়েছে।

সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন

তারিখ- ২৮/০৪/২০২৫ খ্রিঃ
বরাবর
সভাপতি
গঙ্গাচড়া সরকারী উচ্চ বিদ্যালয়
গঙ্গাচড়া

বিষয়ঃ সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।

জনাব
সবিনয় নিবেদন এই যে, গত ২৬/০৪/২০২৫ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মারফত অবগত হয়েছি যে, আপনাদের স্বনামধন্য প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক পদে কিছু সংখ্যক যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ করা হবে। এমতাবস্থায়, উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলী জীবনবৃত্তান্তের মাধ্যমে আপনার সদয় বিবেচনার জন্য পেশ করছি।

১। নামঃ
২। পিতার নামঃ
৩। মাতার নামঃ
৪। বর্তমান ঠিকানাঃ
৫। স্থায়ী ঠিকানাঃ
৬। জন্ম তারিখঃ
৭। জাতীয়তাঃ
৮। জাতীয় পরিচয় পত্র নংঃ
৯। বৈবাহিক অবস্থাঃ
১০। ধর্মঃ
১১। মোবাইল নাম্বারঃ
১২। রক্তের গ্রুপঃ
১৩। শিক্ষাগত যোগ্যতাঃ

পরীক্ষার নামগ্রুপ/বিষয়বোর্ড/বিশ্ববিদ্যালয়পাশের সনপ্রাপ্ত গ্রেড
এসএসসিবিজ্ঞানদিনাজপুর২০০৬জিপিএ-৫
এইচএসসিবিজ্ঞানদিনাজপুর২০০৮জিপিএ-৫
বিএসএসরসায়নজাতীয় বিশ্ববিদ্যালয়২০১২প্রথম শ্রেণী
এমএসএসরসায়নজাতীয় বিশ্ববিদ্যালয়২০১৩প্রথম শ্রেণী

১০। অভিজ্ঞতাঃ

অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, উপরে উল্লিখিত সকল তথ্য বিবেচনা করে একজন প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করতে আপনার মর্জি হয়।

বিনীত

মোঃ ফারহান ইসরাক
মোবাঃ +৮৮০১৮৮৯৮-৭৭৮৩২

সংযুক্তিঃ

১। পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ২ কপি।
২। ১০০০ টাকার ব্যাংক ড্রাফট।
৩। চারিত্রিক সনদপত্র।
৪। নাগরিকত্ব সনদপত্র।
৫। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি।
৬। জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত অনুলিপি।

আরও পড়ুন – প্রতিবেদন লেখার নিয়ম

জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

তারিখ- ২৮/০৪/২০২৫ খ্রিঃ
বরাবর
অধ্যক্ষ মহোদয়
বগুড়া সরকারি কলেজ।

বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।

জনাব
বিনীত নিবেদন এই যে, আমি মোঃ ফারহান ইসরাক, দ্বাদশ শ্রেণির নিয়মিত ছাত্র। আমার পিতা অসুস্থ এবং আমাদের পরিবার আর্থিক কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। তিনি সাত সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এই কারণে, আমি নির্ধারিত সময়ে কলেজের বেতন ও অন্যান্য ফি পরিশোধ করতে পারিনি।

অতএব, আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার পারিবারিক এই কঠিন পরিস্থিতি বিবেচনা করে জরিমানা ব্যতীত বেতন ও সকল ফি পরিশোধের অনুমতি প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

বিনীত
আপনার একান্ত বাধ্যগত
মোঃ ফারহান ইসরাক
শ্রেণী- দ্বাদশ
বিভাগ- বিজ্ঞান
রোল নং- ১০৫৫

ছাড়পত্রের জন্য দরখাস্ত লেখার নিয়ম

তারিখ- ২৮/০৪/২০২৫ খ্রিঃ
বরাবর
প্রধান শিক্ষক
গঙ্গাচড়া উচ্চ বিদ্যালয়
গঙ্গাচড়া

বিষয়ঃ ছাড়পত্রের জন্য আবেদন।

জনাব
বিনীত নিবেদন এই যে, আমি মোঃ ফারহান ইসরাক, আপনার কলেজের নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার পিতা একজন সরকারি চাকরিজীবী এবং সম্প্রতি তাঁর কর্মস্থল রংপুর সদর উপজেলা থেকে দিনাজপুর উপজেলায় বদলি হয়েছে। পিতার কর্মস্থল পরিবর্তনের কারণে আমার পক্ষে এই বিদ্যালয়ে নিয়মিতভাবে অধ্যয়ন করা সম্ভব হচ্ছে না।

এমতাবস্থায়, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে, আমার উপরোক্ত সমস্যার বিষয়টি সদয় বিবেচনা করে সমুদয় বকেয়া বেতন ও ফি পরিশোধ সাপেক্ষে আমাকে ছাড়পত্র (Transfer Certificate) প্রদানের জন্য আপনার মর্জি হয়।

বিনীত
আপনার একান্ত বাধ্যগত
মোঃ ফারহান ইসরাক
শ্রেণী- নবম
বিভাগ- বিজ্ঞান

অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম

তারিখ- ২৮/০৪/২০২৫ খ্রিঃ
বরাবর
প্রধান শিক্ষক
গঙ্গাহাড়ি উচ্চ বিদ্যালয়
গঙ্গাহাড়ি

বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব
সবিনয় নিবেদন এই যে, আমি মোঃ ফারহান ইসরাক, আপনার কলেজের দ্বাদশ শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার শারীরিক অসুস্থতার কারণে গত ২৩/০৪/২০২৫ খ্রিষ্টাব্দ হতে ২৭/০৪/২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোট ০৫ (পাঁচ) দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।

অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে, আমার অসুস্থতার বিষয়টি সদয় বিবেচনা করে উক্ত ০৪ (চার) দিনের ছুটি মঞ্জুর করে আমাকে বাধিত করবেন।

বিনীত
আপনার একান্ত বাধ্যগত
মোঃ ফারহান ইসরাক
শ্রেণী- নবম
বিভাগ- বিজ্ঞান
রোল নং- ০২

অফিসিয়াল ছুটির দরখাস্ত লেখার নিয়মাবলী

তারিখ- ২৮/০৪/২০২৫ খ্রিঃ
বরাবর
ব্যবস্থাপক
ব্র্যাক ব্যাংক পিএলসি
বগুড়া শাখা, বগুড়া

বিষয়ঃ নৈমিত্তিক ছুটির আবেদন।

জনাব
সবিনয় নিবেদন এই যে, আমি মোঃ ফারহান ইসরাক, আপনার অধীনস্থ রুপালী ব্যাংক লিমিটেড, রংপুর শাখায় অফিসার হিসেবে কর্মরত আছি। আগামী ৩০/০৪/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে আমার বড় বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে। এই কারণে, ২৯/০৪/২০২৫ খ্রিষ্টাব্দ হতে ০১/০৫/২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোট ০৩ (তিন) দিনের ছুটি আমার একান্ত প্রয়োজন।

অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি সদয় বিবেচনা করে আমাকে উক্ত ০৩ (তিন) দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

বিনীত
আপনার একান্ত বাধ্যগত
মোঃ ফারহান ইসরাক
অফিসার
ব্র্যাক ব্যাংক পিএলসি
বগুড়া শাখা, বগুড়া

অগ্রিম ছুটির আবেদন পত্র লেখার নিয়ম

তারিখ- ২৮/০৪/২০২৫ খ্রিঃ
বরাবর
প্রধান শিক্ষক
মন্দলপাড়া উচ্চ বিদ্যালয়
কুমিল্লা

বিষয়ঃ অগ্রিম ছুটির আবেদন।

জনাব
বিনীত নিবেদন এই যে, আমি মোঃ ফারহান ইসরাক, আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আগামী ৩০/০৪/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে আমার বড় বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে। এই কারণে, আমি ২৯/০৪/২০২৫ খ্রিষ্টাব্দ হতে ০১/০৫/২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোট ০৩ (তিন) দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারব না।

অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি সদয় বিবেচনা করে আমাকে উক্ত ০৩ (তিন) দিনের অগ্রিম ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

বিনীত
আপনার একান্ত বাধ্যগত
মোঃ ফারহান ইসরাক
শ্রেণী- দশম
বিভাগ- বিজ্ঞান
রোল নং- ০২

অনুপস্থিতির জন্য আবেদন পত্র লেখার নিয়ম

তারিখ- ২৮/০৪/২০২৫ খ্রিঃ
বরাবর
ব্যবস্থাপক
প্রাইম ব্যাংক পিএলসি
কুমিল্লা শাখা, কুমিল্লা

বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোঃ ফারহান ইসরাক, আপনার অধীনস্থ রুপালী ব্যাংক লিমিটেড, কুমিল্লা শাখায় কাস্টমার রিলেশনশিপ অফিসার হিসেবে কর্মরত আছি। আমার শারীরিক অসুস্থতার কারণে গত ২৩/০৪/২০২৫ খ্রিষ্টাব্দ হতে ২৭/০৪/২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোট ০৫ (পাঁচ) দিন অফিসে উপস্থিত হতে পারিনি।

অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে, আমার অসুস্থতার বিষয়টি সদয় বিবেচনা করে আমার অনুপস্থিতিকালীন উক্ত ০৫ (পাঁচ) দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

বিনীত
আপনার একান্ত বাধ্যগত
মোঃ ফারহান ইসরাক
অফিসার
প্রাইম ব্যাংক পিএলসি
কুমিল্লা শাখা, কুমিল্লা

চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

চাকরির জন্য আবেদন করতে অবশ্যই একটি আবেদন পত্র লিখতে হবে। অন্যান্য আবেদন পত্রের মতো করে আবার চাকরির আবেদন পত্র লেখা যায়না। চাকরির আবেদন পত্র লিখতে ভিন্ন নিয়ম অনুসরণ করতে হবে। কিভাবে চাকরির আবেদন করতে হয় তা নিচে সংযুক্ত নমুনাটি দেখলে বুঝতে পারবেন।

চাকরির আবেদন পত্র নমুনা

তারিখ- ২৮/০৪/২০২৫ খ্রিঃ
বরাবর,
মানব সম্পদ বিভাগ
মহানন্দ স্কুল (গণ-শিক্ষা প্রকল্প)
হাউজ-১৭, রোড-০৩/বি,
সাভার, ঢাকা-১২৩০ ।

বিষয়ঃ উপজেলা শিক্ষা পরিদর্শক’ পদের জন্য আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, গত ২৫/০৪/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে “দৈনিক ইত্তেফাক” পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে অবগত হলাম যে, আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক পদে কিছু সংখ্যক যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ করা হবে। এমতাবস্থায়, উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলী संलग्न জীবনবৃত্তান্তের মাধ্যমে আপনার সদয় বিবেচনার জন্য পেশ করছি।

ক) প্রার্থীর নাম :
খ) মাতার নাম :
গ) পিতার নাম :
ঘ) বর্তমান ঠিকানা : গ্রাম- ………….., ডাকঃ …………..,
উপজেলা-………….., জেলাঃ …………..
ঙ) স্থায়ী ঠিকানা : গ্রাম- ………….., ডাকঃ …………..,
উপজেলা-………….., জেলাঃ …………..
চ) জন্ম তারিখ :
ছ) ধর্ম :
জ) বৈবাহিক অবস্থা :
ঝ) রক্তের গ্রুপ :
ঞ) জাতীয়তা :
ট) জাতীয় পরিচয় পত্র নং :
ঠ) মোবাইল নং :
ড) শিক্ষাগত যোগ্যতা :

ক্রমিক নংপরীক্ষার নামগ্রুপ/বিষয়পাসের সনবোর্ড/বিশ্ববিদ্যালয় জিপিএ/ সিজিপিএ/ বিভাগ
০১এস.এস.সিবিজ্ঞান২০১২ঢাকা ৪.৬৭
০২এইচ.এস.সিবিজ্ঞান ২০১৪ ঢাকা৪.৮০
০৩অনার্স (বিবিএ)রসায়ন২০১৮জাতীয় বিশ্ববিদ্যালয়৩.৩৯

অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, উপরে উল্লিখিত সকল তথ্য বিবেচনা করে একজন প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করতে আপনার মর্জি হয়।

নিবেদক

মোঃ ফারহান ইসরাক

সংযুক্তি
১। পাসপোর্ট সাইজের রঙিন ছবি -০১ কপি।
২। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের অনুলিপি।
৩। জাতীয় পরিচয়পত্রের অনুলিপি।

অসুস্থতার জন্য আবেদনপত্র লেখার নিয়ম

তারিখ- ২৮/০৪/২০২৫ খ্রিঃ
বরাবর
প্রধান শিক্ষক
বগুড়া জিলা স্কুল ও কলেজ
বগুড়া সদর, বগুড়া

বিষয় : অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আজ বিদ্যালয়ে আসার পর কয়েকটি ক্লাস করার পরেই আমি হঠাৎ অসুস্থ বোধ করছি। এই অসুস্থতার কারণে আমার পক্ষে আজকের অবশিষ্ট ক্লাসগুলোতে অংশগ্রহণ করা সম্ভব নয়।

অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন এই যে, আমাকে আজকের বাকি ক্লাসগুলোর জন্য ছুটি মঞ্জুর করে এবং সুস্থ হওয়ার পর পুনরায় নিয়মিত ক্লাসে অংশগ্রহণের সুযোগ প্রদান করে বাধিত করবেন।

বিনীত
মো: ফারহান ইসরাক
ক্লাস ১০, রোল ০২

শেষ কথা

আবেদন পত্র লেখার নিয়ম বা দরখাস্ত লেখার নিয়ম এবং নমুনা শেয়ার করা হয়েছে এই পোস্টে। যারা আবেদন পত্র লিখতে পারেন না, তারা পোস্টে উল্লিখিত নিয়ম এবং নমুনা অনুসরণ করলে খুব সহজেই দরখাস্ত লিখতে পারবেন। যেকোনো বিষয় বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। দরখাস্ত লেখার নিয়ম

Tag:

চাকরির দরখাস্ত লেখার নিয়ম ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয় দরখাস্ত লেখার নিয়ম

স্কুল দরখাস্ত লেখার নিয়ম

প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম

দরখাস্ত লেখার নিয়ম pdf

জেলা প্রশাসক বরাবর দরখাস্ত লেখার নিয়ম

ছুটির দরখাস্ত লেখার নিয়ম ছবি

বিশ্ববিদ্যালয়ের দরখাস্ত লেখার নিয়ম

Page navigation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button