Health info

গভীর ঘুমের ঔষধের নাম কি জেনে নিন

স্বাভাবিকভাবে ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসেনা? দিনে কিংবা রাতেও ঘুম আসেনা? তাহলে ঘুমের ঔষধ খেতে পারেন। গভীর ঘুমের ঔষধের নাম কি জেনে নিয়ে এই ঔষধ খেলে অনেক দ্রুত ঘুমাতে পারবেন। আজকের এই পোস্টে আপনাদের সাথে বিভিন্ন প্রকার ঘুমের ঔষধের নাম এবং দাম নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

অসুস্থতার কারণে কিংবা চিন্তার কারণে, অনেক সময় আমাদের ঘুম আসতে চায় না। অনেকেই ঘুম না আসা একটি রোগ হয়ে গেছে। তাই তো ঘুমের ঔষধ খেতে হয়। কিন্তু, সাধারণ ঘুমের ঔষধ খাওয়ার পরেও যদি ঘুম না আসে তাহলে এই পোস্টটি আপনার জন্যই। কারণে, আজ গভীর ঘুমের ঔষধের নাম কি তা নিয়ে আলোচনা করবো।

এই ঔষধগুলো খেলে অনেক সহজেই রাত কেটে যাবে ঘুমে। পোস্টের মূল বিষয়ে ফিরে যাওয়ার পূর্বে একটি বিষয় জেনে রাখতে হবে, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ সেবন করা যাবেনা। তো চলুন, বিভিন্ন প্রকার ঘুমের ঔষধের নাম এবং দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

ঘুম না আসার কারণ কী

বিভিন্ন কারণে আমারা ঘুমের সমস্যা হতে পারে। অসুখ হলে কিংবা যেকোনো বিষয়ে অধিক টেনশন করলে ঘুমে সমস্যা হয়ে থাকে। কারও ক্ষেত্রে এই সমস্যা সাময়িক। আবার কারও ক্ষেত্রে এটি চিরস্থায়ী সমস্যা বনে গেছে। ঘুম না আসার কারণ হতে পারে টেনশন। কারণে, অধিক মানুষের ক্ষেত্রেই এই সমস্যা দেখা যায়। যারা অধিক টেনশন করেন, তাদের ঘুমের সমস্যা হয়ে থাকে।

তাই, যেকোনো বিষয়ে টেনশন করলে সেই টেনশন করা থেকে বিরত থাকুন।গভীর ঘুমের ঔষধের নাম কি? এতে করে ঘুম না আসার সমস্যা থেকে বেঁচে যাবেন। তবে, টেনশন না করেও যদি আপনার ঘুম না আসে, তাহলে এটি হতে পারে কোনো অসুখের কারণে। আরও বিভিন্ন কারণেই ঘুম না আসতে পারে। ঘুমের ওষুধ খেলে অনেক সময় এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়।

ঘুমের ঔষধের নাম কি

বাজারে অনেক ধরনের ঘুমের ঔষধ পাওয়া যায়। কম দামের এবং বেশি দামের প্রায় কয়েক ধরনের ঘুমের ঔষধ রয়েছে। আপনার যদি নতুন করে ঘুমের সমস্যা হয়, তাহলে কম দামের ঘুমের ঔষধটা খেতে পারেন। এটি কম পাওয়ারের হয়ে থাকে। কিন্তু, দীর্ঘদিন থেকে ঘুমের সমস্যা থাকলে একটু বেশি দামের ঘুমের ঔষধ খেতে পারেন। 

বেশি দামের ঘুমের ঔষধগুলোর পাওয়ার একটু বেশি থাকে। নিচে কয়েকটি ঘুমের ঔষধের নামের তালিকা উল্লেখ করে দিলাম। আপনার ঘুমের সমস্যা থাকলে এই ঔষধগুলো খেতে পারেন।

  1. Valium Diazepam
  2. Anxio
  3. Lexnil
  4. Lexopil
  5. Laxyl
  6. Bopam
  7. Bromazep
  8. Broze
  9. Filfresh
  10. Milam
  11. Norry
  12. Anxopam

এছাড়াও আরও কয়েক ধরনের ঘুমের ঔষধ রয়েছে যা ফার্মেসিতে খোঁজ করলেই পাবেন। তবে, আপনি চাইলে এই ঔষধগুলো খেতে পারেন। ফার্মেসি থেকে সহজেই ঘুমের ঔষধ দিতে চায়না। তাই, আপনার যদি অধিক সমস্যা থাকে তাহলে অবশ্যই যেকোনো একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে তার থেকে পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। ডাক্তার যদি ঘুমের ঔষধ খেতে বলেন, তাহলে তার দেয়া প্রেসক্রিপশন দিয়ে ফার্মেসি থেকে ঘুমের ওষুধ কিনতে পারবেন। 

চলুন, আরও কিছু ঘুমের ঔষধের নাম জেনে নেয়া যাক। নিচে গভীর ঘুমের ঔষধের নাম কি তা উল্লেখ করে দিয়েছি। 

গভীর ঘুমের ঔষধের নাম কি

সাধারণ ঘুমের ঔষধ খেয়েও কাজ হচ্ছে না? ঘুমের ঔষধ খাওয়ার পরেও ঘুম আসেনা বা ঘুম আসলেও ঘুম ভেঙ্গে যায়? তাহলে গভীর ঘুমের ঔষধ সেবন করতে পারেন। তবে, এই ঘুমের ঔষধগুলো সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া এই ঔষধগুলো সেবন করা ঠিক না। নিচে কয়েকটি গভীর ঘুমের ঔষধের নামের তালিকা উল্লেখ করে দেয়া হলো।

গভীর ঘুমের ঔষধের নাম কিওষুধের ডোজকোম্পানির নামওষুধের দাম(পিস)
Ancotil৩ মিলিগ্রামRangs Pharma৪.০২ টাকা
Anxio৩ মিলিগ্রামUniMed UniHealth৪.৫০ টাকা
Anxionil৩ মিলিগ্রামNIPRO JMI Pharma৫.০২ টাকা
Anxirel৩ মিলিগ্রামNovo Healthcare৪.০১ টাকা
Benzopam৩ মিলিগ্রামBenham Pharma৫.০০ টাকা
Bomaz৩ মিলিগ্রামSharif Pharma৪.০১ টাকা
Bopam৩ মিলিগ্রামOpsonin Pharma৪.৫৪ টাকা
Bromazep৩ মিলিগ্রামOrion Pharma৪.০১ টাকা
Bronium৩ মিলিগ্রামDoctor’s CWL১.৫০ টাকা 
Latin৩ মিলিগ্রামBiopharma Lab৫.০২ টাকা
Brozep৩ মিলিগ্রামAlco Pharma৫.০০ টাকা
Freten৩ মিলিগ্রামDelta Pharma৩.০০ টাকা
Kpam৩ মিলিগ্রামKemiko Pharma৪.০১ টাকা
Laten৩ মিলিগ্রামSupreme Pharma৩.০০ টাকা
Laxonil৩ মিলিগ্রামRephco Pharma৪.০০ টাকা
Laxyl৩ মিলিগ্রামSquare Pharma৫.০২ টাকা
Lazonil৩ মিলিগ্রামRephco Pharma৩.০০ টাকা
Lexnil৩ মিলিগ্রামAsiatic Lab৪.০০ টাকা
Lexopam৩ মিলিগ্রামCredence Pharma.৪.৫০ টাকা
Lexopil৩ মিলিগ্রামHealthcare Pharma৫.০০ টাকা
Lexotanil৩ মিলিগ্রামRadiant Pharma৭.০০ টাকা
Mapez৩ মিলিগ্রামKumudini Pharma৪.০০ টাকা
Nightus৩ মিলিগ্রামBeximco Pharmad৩.০০ টাকা 
Norry৩ মিলিগ্রামRenata Limited৫.০০ টাকা
Notens৩ মিলিগ্রামAristopharma৫.০০ টাকা
Peacepil৩ মিলিগ্রামConcord Pharma৫.০০ টাকা
Relaxaid৩ মিলিগ্রামLabaid Pharma৫.০০ টাকা 
Relaxium৩ মিলিগ্রামAmico Lab৪.০০ টাকা
Rem৩ মিলিগ্রামAmbee Pharma৩.৫০ টাকা
Restol৩ মিলিগ্রামEskayef Pharma৫.০০ টাকা 
Siesta৩ মিলিগ্রামIncepta Pharma৪.০০ টাকা 
Tarbo৩ মিলিগ্রামPharmasia Ltd৫.০০ টাকা 
Tenapam৩ মিলিগ্রামGeneral Pharma৫.০১ টাকা
Tenil৩ মিলিগ্রামACME Lab৫.০১ টাকা 
Tensfree৩ মিলিগ্রামGlobe Pharma৪.৫০ টাকা 
Tynaxie৩ মিলিগ্রামNavana Pharma৫.০২ টাকা 
Xionil৩ মিলিগ্রামSANDOZ৫.১০ টাকা 
Xiopam৩ মিলিগ্রামEuro Pharma৫.০০ টাকা 
Zepam৩ মিলিগ্রামACI Ltd৫.০২ টাকা
Zerotens৩ মিলিগ্রামPopular Pharma৪.০০ টাকা 

গভীর ঘুমের ঔষধ কিনতে চাইলে উপরের “গভীর ঘুমের ঔষধের নাম কি” তালিকায় উল্লেখ করে দেয়া এই ঔষধগুলো কিনতে পারেন। এছাড়াও বাজারে আরও অনেক ঘুমের ঔষধ পাওয়া যায়। আপনি চাইলে ডাক্তারের পরামর্শ নিয়ে সেসব ঔষধ সেবন করতে পারেন। তবে, যেকোনো ঘুমের ঔষধ সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি থেকে সহজে ঘুমের ঔষধ দিতে চায়না। 

পাওয়ার ফুল ঘুমের ঔষধের নাম কি

গভীর ঘুমের ঔষধের নাম কি ? ফার্মেসি গেলে বেশি মিলিগ্রাম এর অনেক ঘুমের ঔষধ পাবেন। তবে, সাধারণত বেশি পাওয়ারের ঘুমের ঔষধ খাওয়া ঠিক না। আপনার যদি একদম ঘুমের সমস্যা থাকে তাহলে খেতে পারেন। পাওয়ারগুল ঘুমের ঔষধগুলোর মাঝে রয়েছে — 

  1. ডায়াজেপাম
  2. ক্লোরডায়াজেপক্সাইড
  3. ক্লোনিডাইন হাইড্রক্লোরাইড
  4. ক্লোরপোমাজিন হাইড্রক্লোরাইড
  5. বুসপিরন
  6. এলপ্রাজোলাম
  7. এমিট্রিপটাইলিন
  8. ব্রোমাজেপাম
  9. ক্লোবাজাম
  10. ক্লোনাজেপাম
  11. কিটোটিফেন

বেশি পাওয়ারের ঘুমের ঔষধ খেতে চাইলে এই ঔষধগুলো খেতে পারেন। তবে, এই ঔষধগুলো নিতে চাইলে আপনাকে অবশ্যই ফার্মেসিতে গিয়ে ডাক্তারের লিখে দেয়া প্রেসক্রিপশন দেখাতে হবে। 

বি:দ্র: আমরা ইন্টারনেট থেকে পাওয়া বিভিন্ন ওয়েবসাইটের তথ্য একীভূত করে অনেকগুলো ঘুমের ঔষধের নাম একসাথে করেছি যেন আমাদের ওয়েবসাইটের ভিজিটররা সঠিক তথ্য পায়। তবে, ঘুমের ঔষধ সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া আমাদের ওয়েবসাইটে উল্লেখ করে দেয়া এই ঔষধগুলো কেউ সেবন করে যদি কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হয়, তবে রাইটার বা ওয়েবসাইটের মালিক দায়ী থাকবেনা। 

আমাদের শেষ কথা

ঘুম না আসলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ঘুমের ঔষধ খেতে হবে কিনা জেনে নিবেন। এরপর, তার দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী ঘুমের ঔষধ কিনতে সেবন করতে পারেন। নিজে থেকে আগ বাড়িয়ে কোনো ঔষধ সেবন করে নিজের শরীরের ক্ষতি করবেন না। আশা করছি, গভীর ঘুমের ঔষধের নাম কি নামক এই পোস্টটি আপনার অনেক কাজে আসবে। 

Tag:

পাওয়ারফুল ঘুমের ঔষধের নাম

ঘুমের ঔষধের নাম ছবি

কড়া ঘুমের ঔষধের নাম

স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধের নাম

সবচেয়ে বেশি পাওয়ারের ঘুমের ঔষধের নাম

সবথেকে ভালো ঘুমের ঔষধের নাম কি

ঘুমের ঔষধের নাম কি ও দাম কত

নরমাল ঘুমের ঔষধের নাম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button